গাজীপুরে পরিবহন শ্রমিকদের ঈদ সামগ্রী দিলেন জিএমপি কমিশনার
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২০ মে ২০২০, ১৪:১৫
করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন। বুধবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উদ্যোগে থানা প্রাঙ্গনে ২৫০ জন কর্মহীন গণপরিবহন শ্রমিকদের মাঝে এসব ঈদ সামগ্রী প্রদান করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, থানার সকল অফিসার ও ফোর্সের বেতন-বোনাস থেকে দেয়া অর্থে কর্মহীন পরিবহন শ্রমিকদের জন্য এসব ঈদ উপহার সামগ্রীর ব্যবস্থা করা হয়। এসবের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, আলু, তেল, সেমাই প্রভৃতি।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সোহরাব হোসাইন, সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে