করোনার লকডাউনে অতিরিক্ত ঘুম!

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২০ মে ২০২০, ১৩:৫৮

রোজায় সারাদিন তেমন কাজ থাকে না। এরপর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে বাইরে বের হওয়া হচ্ছে না। অলস সময়ে ঘুমিয়েই কাটছে প্রায় পুরো দিন। অনেকেরই এই অবস্থা। সব সময়ই বলা হয়, পর্যাপ্ত ঘুমাতে হবে কিন্তু এই পর্যাপ্ত মানে একজন মানুষের সুস্থ থাকার জন্য সাত থেকে আট ঘণ্টা ঘুমই যথেষ্ট।

অতিরিক্ত ঘুম শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। কী ক্ষতি? বিশেষজ্ঞরা বলেন- •    সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যারা ৯ ঘণ্টা ও তার বেশি সময় ঘুমান, তাদের মধ্যে বিষণ্নতার ঝুঁকি বেড়ে যায় •   বেশি সময়ের ঘুম মস্তিষ্কের কাজ করার ক্ষমতা হ্রাস করে •    কানাডার কুইবেক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়, রাতে আট ঘণ্টার বেশি ঘুমের কারণে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণের ক্ষমতা হারায় দেহ। এতে টাইপ ২ ডায়াবেটিসের শঙ্কা বেড়ে যায় •    আট ঘণ্টার বেশি সময় নিয়মিত ঘুমালে হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে  •    ওজন বাড়ার অন্যতম কারণ অতিরিক্ত ঘুম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও