খাবার না দেয়ার আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ মে ২০২০, ১৩:০৩

ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতি থেকে মানুষকে রক্ষা করতে লক্ষ্মীপুরে প্রশাসনের নির্দেশে উদ্ধার কর্মীরা কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলা সদর, রামগতি ও কমলনগর উপজেলায় প্রায় সাড়ে ৬ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়। কিন্তু বুধবার (২০ মে) ভোরের আলো ফুটতেই আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ির পথ ধরেছে মানুষ। বাড়ি ফিরে যাওয়া মানুষগুলোর অভিযোগ, তাদের খাবার দেয়া হয়নি। পেটে খুদা নিয়ে আশ্রয়কেন্দ্রে বসে থাকতে রাজি নন তারা।

কমলনগর উপজেলায় কাজ করা একাধিক উদ্ধারকর্মীর তথ্য অনুযায়ী, পুরো উপজেলায় প্রায় ১ হাজার ৫০০ মানুষকে তারা উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসেন। কিন্তু রাতে কাউকেই খাবার দেয়া হয়নি। যে কারণে সকাল হতেই সবাই চলে গেছেন। কমলনগরে উদ্ধার কাজে ৬৩টি ইউনিটের অধীনে ৯৪৫ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। প্রস্তুত রয়েছে ৫০টি আশ্রয়কেন্দ্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও