ডিজিটাল হেলথকেয়ার সলিউশানস নিয়ে এল 'করোনা কেয়ার'

প্রথম আলো প্রকাশিত: ২০ মে ২০২০, ১১:২১

ডিজিটাল  হেলথকেয়ার সলিউশানস নিয়ে এল সম্পূর্ণ নতুন একটি সার্ভিস, যেখানে ফ্রি অনলাইন চ্যাটের মাধ্যমে এমবিবিএস ডাক্তারগণ কোভিড-১৯-এর চিকিৎসা পরামর্শ  দিয়ে থাকেন।করোনাকালীন লকডাউন এবং চলাচলে নিষেধাজ্ঞা থাকায় লাখ লাখ রোগীর জন্য যেকোনো চিকিৎসা সেবা পাওয়া বেশ কষ্টসাধ্য একটি  ব্যাপার। তার ওপর যখন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে, তাতে  বিষয়টা আরও মারাত্মক হচ্ছে।

এমতাবস্থায় দক্ষ ডাক্তারের কাছ থেকে সঠিক চিকিৎসা পরামর্শ পাওয়াই এখন মানুষের সব থেকে বড় চাহিদা। তাই করোনা কেয়ার ওয়েবসাইটে 'ডক্টর চ্যাট' নামে একটি পরিপূর্ণ স্বাস্থ্যসেবা চালু হয়েছে। করোনা কেয়ারের সব সুবিধা পাওয়া যাবে https://care.dh.health/ ক্লিক করে । অন্যান্য  ফ্লুর সঙ্গে করোনার লক্ষণসমূহের তেমন কোনো পার্থক্য না থাকায় সাধারণ জ্বরেও মানুষের মনে নানা রকম প্রশ্ন ও ভয়ভীতি তৈরি হয়। যা পরবর্তী সময় তাদের  উদ্বেগ ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়।

তার ওপর এখন সবাইকে বাড়িতে  থাকতে হচ্ছে বলে সঠিক চিকিৎসা পরামর্শের অভাব মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। ডাক্তার চ্যাটে এমবিবিএস ডাক্তারদের সঙ্গে সরাসরি  চ্যাটের মাধ্যমে কোভিড-১৯-সহ যেকোনো স্বাস্থ্য সমস্যাবিষয়ক প্রশ্ন করে সঠিক চিকিৎসা, পরামর্শ ও দিকনির্দেশনা পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও