চ্যালেঞ্জের মুখে বিসিবি

সমকাল প্রকাশিত: ২০ মে ২০২০, ০৯:৪৯

আইসিসি ক্রিকেট কমিটির সোমবারের কিছু সুপারিশের দু-একটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ছোটখাটো একটা ঝাঁকুনি হয়ে এসেছে। টেস্টখেলুড়ে পুরোনো ১০ দেশের মধ্যে আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকায় সবার পেছনে যে বাংলাদেশ।

জিম্বাবুয়ের একজন আইসিসি ইমার্জিং আম্পায়ার আছেন, বাংলাদেশের তাও নেই। বোঝাই যায়, এই জায়গাতে সেভাবে ফোকাস করা হয়নি। তা না হলে এত বছরে একজন এলিট প্যানেল আম্পায়ার থাকবেন না কেন? তাই হাতের পাঁচ আন্তর্জাতিক প্যানেলে থাকা চারজন আম্পায়ার আর দু'জন ম্যাচ রেফারি দিয়েই টেস্ট ক্রিকেট চালাতে হবে বিসিবিকে। কারণ আইসিসি ক্রিকেট কমিটি সুপারিশ করেছে, কভিড-১৯ পরবর্তীতে ম্যাচ পরিচালনার জন্য নিরপেক্ষ আম্পায়ার থাকবেন না।

স্বাগতিক দেশের এলিট ও আন্তর্জাতিক প্যানেলে থাকা আম্পায়ার আর ম্যাচ রেফারিদের নিয়োগ করা হবে ম্যাচ পরিচালনায়।স্বাগতিক ম্যাচ অফিসিয়াল দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট পরিচালিত হতো। স্বচ্ছতার প্রয়োজন থেকে সেখানে নিরপেক্ষ ম্যাচ অফিসিয়াল নিয়োগের প্রচলন করে আইসিসি। টেস্ট ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকেন বিদেশি ম্যাচ অফিসিয়াল। কেবল চতুর্থ আম্পায়ার নেওয়া হয় স্বাগতিক দেশ থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও