You have reached your daily news limit

Please log in to continue


ছেচল্লিশেও মালাইকা যেভাবে উদ্ভিন্ন যৌবনা

ছাইয়া ছাইয়া গার্ল’ খ্যাত বলিউড বোম মালাইকা অরোরার বয়স এখন ৪৬। কিন্তু বয়সের বিন্দুপরিমাণ ছাপ পড়েনি তার মাঝে। ভারতীয় শোবিজের এই স্ট্যাইলিস্ট মডেল ও অভিনেত্রী হয়ে ওঠেছেন তারুণ্যের আইকন। বলিউডে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের কাছে অনুসরণীয় এই গ্ল্যামার গার্ল। সম্পর্কিত খবর অনেকের কাছেই মালাইকার ছিমছাম দেহবল্লরী যেন এক গোপন রহস্য। কীভাবে তিনি এই ফিটনেস ধরে রেখেছেন তা টিনেজারদের আড্ডাতে প্রায়ই জমে ওঠে তুমুল আলোচনা। ‘মুন্নি বদনাম হুয়ি’ গানে নেচে লাখো তরুণের হৃদয়ে কাঁপানো ধরানো এই সুন্দরী জানেন না কোনো ডাকিনি বিদ্যা। এমন কোনো জাদুর কাঠিও তার কাছে নেই, যার ছোঁয়ায় আজীবন উদ্ভিন্ন যৌবনা হয়ে থাকবেন। মালাইকা অরোরা আসলে জানেন, দেহের ফিটনেস কীভাবে ধরে রাখতে হয়। নিজের ফিটনেস ধরে রাখার জন্য প্রতিদিন ঘাম ঝরাতে হয় তাকে। শারীরিক কসরতের পাশাপাশি ডায়েটও করতে হয়।মেনে চলতে হয় আরও অনেক বিধি-নিষেধ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন