হামারি করোনার থাবা এবার খ্যাতনামা বলিউড প্রযোজক বনি কাপুরের বাড়ির অন্দরমহলেও। করোনা আক্রান্ত বাড়ির ২৩ বছর বয়সি পরিচারক। অভিনেত্রী জাহ্নবী এবং তার বোন খুশি কাপুরও এই মুহূর্তে বাবা বনি কাপুরের সঙ্গে তাদের লোখন্ডওয়ালার ওই অ্যাপার্টমেন্টেই রয়েছেন, যেখানে করোনা আক্রান্ত পরিচারক ছিলেন।
ফলে, এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বিগ্ন বলিউড মহল। সম্পর্কিত খবর বাবা-মেয়ের পর এবার করোনার জিন রহস্য নির্ণয় করলো এনআইবিমহামারি করোনা এবং জনপ্রতিনিধিদের রোল মডেল মাশরাফিকরোনার উপসর্গ নিয়ে কোমায়, তারপরেও সন্তান জন্ম দিলেন তিনি বনি কাপুরের লোখন্ডওয়ালার গ্রিন একরের বাড়ির সেই করোনা আক্রান্ত পরিচারকের নাম চরণ সাউ। তারই শরীরে মিলেছে করোনার উপস্থিতি।
এপ্রসঙ্গে বনি কাপুর জানিয়েছেন, চরণকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। গত শনিবার থেকেই অসুস্থ ছিলেন ওই পরিচারক। অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি তাকে করোনা পরীক্ষা করতে পাঠান বনি। পরীক্ষার পরই জানা যায় যে চরণ সাউ নামে ওই কর্মী করোনা আক্রান্ত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.