মজুরি ও বোনাস পাননি অনেক পোশাক কারখানার শ্রমিক
ঈদের দিন ঘনিয়ে এলেও রপ্তানিমুখী অনেক তৈরি পোশাক কারখানার শ্রমিক এখনো গত এপ্রিল মাসের মজুরি পাননি। বোনাস পেয়েছেন হাতে গোনা কিছু কারখানার শ্রমিক। আবার বেশ কিছু কারখানা ঈদের আগে মজুরি ও বোনাস দিতে পারবে কি না, সেটি নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এদিকে মজুরি ও বোনাসের দাবিতে প্রতিদিনই বিভিন্ন এলাকার পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন।
রাজধানী ঢাকা ছাড়াও গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জের ৩০টির বেশি পোশাক কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার বকেয়া মজুরির পাশাপাশি শতভাগ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন। সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে। শিল্প পুলিশ জানায়, গাজীপুর, আশুলিয়া-সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার ৭ হাজার ৬০২টি শিল্পকারখানার মধ্যে ৪ হাজার ৮০টি গত মাসের মজুরি পরিশোধ করেছে। তার মধ্যে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ১ হাজার ৮৮২ সদস্য কারখানার মধ্যে আজ মঙ্গলবার পর্যন্ত শ্রমিকের মজুরি পরিশোধ করেছে ১ হাজার ৩০৬টি।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর ১ হাজার ১০১টি সদস্য কারখানার মধ্যে ৪৪৪টি শ্রমিকের মজুরি দিয়েছে। এ ছাড়া বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর ৩৮৯টি সদস্য কারখানার মধ্যে ২১৬টি মজুরি দিয়েছে। তবে বিজিএমইএর ৪৯ ও বিকেএমইএর ৩৯টি সদস্য কারখানা এখনো গত মার্চের মজুরি দেয়নি। এদিকে ঈদ বোনাস পরিশোধে পিছিয়ে রয়েছে অধিকাংশ কারখানা। শিল্প পুলিশের হিসাবে, বিজিএমইএর ১ হাজার ৮৮২ কারখানার মধ্যে আজ পর্যন্ত মাত্র ৮৩টি বোনাস পরিশোধ করেছে।