ইতালিতে বৃহত্তর ঢাকা সমিতির ইফতার মাহফিল
ইতালির রোমে বৃহত্তর ঢাকা সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) স্থানীয় সময় সন্ধ্যায় বাঙালি-অধ্যুষিত লার্গো পেনেস্তে পার্কের খোলা মাঠে ইফতারের আয়োজন করা হয়।
ধুমকেতু সামাজিক সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে বৃহত্তর ঢাকা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জোবায়ের আহমেদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনঞ্জুর আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ও ধুমকেতু সামাজিক সংগঠনের কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু। ইউকেতে অবস্থান করায় কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য প্রদান করেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি কাজী মুনসুর আহমেদ সিপু।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজ্জামান কামরুল সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন,ইতালি আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,বৃহত্তর ঢাকা সমিতি ইতালির উপদেষ্টা আব্দুর রসিদ, মজিবুর রহমান, শিমুল রহমান ও এলিন আহমেদ মিঠু।
- ট্যাগ:
- প্রবাস
- প্রবাসী
- ইফতার মাহফিল
- ইতালি