দেশে ফিরেছে সামরিক প্লেন সি-১৩০-জে
সংস্কার শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছে বাংলাদেশ বিমানবাহিনীর অত্যাধুনিক সামরিক প্লেন সি-১৩০-জে। দেশটির রয়েল এয়ার ফোর্সের সঙ্গে ক্রয় চুক্তি এবং মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের সঙ্গে এ মডেলের পাঁচটি প্লেনের রক্ষণাবেক্ষণ চুক্তি রয়েছে বিমানবাহিনীর। মঙ্গলবার (১৯ মে) বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে পাঁচটি প্লেনের দ্বিতীয়টি এসে অবতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। ঘাঁটিতে নামলে ঐতিহ্যগত রীতি মোতাবেক অভ্যর্থনা জানানো হয় প্লেনটিকে। যাত্রাপথে প্লেনটি মিশর ও ওমানে অবতরণ করে। এবং এ দুটি বন্ধুত্বপূর্ণ দেশের জন্য কিছু শুভেচ্ছা বার্তা ও শুভেচ্ছা নিদর্শন সামগ্রী পৌঁছানো হয়। এছাড়া করোনা ভাইরাসের কারণে কায়রোতে আটকা পড়া কিছু বাংলাদেশিকে ওই ফেরি ফ্লাইটে ঢাকায় আনা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চুক্তি
- ক্রয়
- সামরিক প্লেন
- বাংলাদেশ বিমান
- ঢাকা