করোনার সংক্রমণ বাড়লেও দেশের শপিং মলগুলো এখনই চালু করে দিতে নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের। লকডাউন শিথিল হলেও শপিং মল চালু না করায় দেশের শীর্ষ আদালতের রোষের মুখে পড়ে ইমরানের সরকার। অবিলম্বে পাকিস্তানে সব শপিং মল খুলে দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিল সে দেশের সর্বোচ্চ আদালত। গোটা বিশ্বে কাঁপুনি ধরিয়েছে মারণ করোনা।
পাকিস্তানেও করোনার সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩,৯৬৬। এখনও পর্যন্ত ৯৩৯ জনের মৃত্যু হয়েছে। সম্পর্কিত খবর বাজেটে দরিদ্র মায়েদের জন্য বরাদ্দ দাবিকরোনায় বদলে যাচ্ছে ক্রিকেটকরোনায় অসহায় ৩১ লাখ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বিএনপি করোনা মোকাবিলায় কিছুটা শিথিল হলেও পাকিস্তানে লকডাউন চলছে। তবে লকডাউনের এই পর্বে পাকিস্তানে বন্ধ রাখা হয়েছে শপিং মলগুলো। সম্প্রতি এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি পাকিস্তান সরকারকে ভর্ৎসনা করে জানান, দেশে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়, মানুষ করোনাভাইরাস থেকে বাঁচলেও অনাহারে মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন না। তারপরেই দেশের শপিং মলগুলো প্রতিদিন খোলা রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.