কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাশরাফির অবসর নেওয়া উচিত : ওটিস গিবসন

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ মে ২০২০, ১৬:১৩

প্রায় সবাই ধরে নিয়েছিলেন, গত ওয়ানডে বিশ্বকাপের পরেই অবসর ঘোষণা করে দেবেন দেশের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু সেটা হয়নি। গত মার্চ মাসে সর্বশেষ মাঠে নেমেছেন মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজেই ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন, তবে অবসর ঘোষণা করেননি। তিনি ক্রিকেট চালিয়ে যেতে চান। জাতীয় দল যদি তাকে বিবেচনা করে তো করবে, না করলে নাই। তবে দলের কোচিং স্টাফ ভাবছে অন্য কথা।

বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, 'আমার মনে হয়, রাসেল (প্রধান কোচ) এখন ভবিষ্যতের জন্য একটা দলের পরিকল্পনা করছেন। আমি জানি না সেই দলে মাশরাফিকে কোথায় রাখা হবে। তার নামের পাশে একটা দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ার আছে। সে নিজেকে এবং দেশকে গর্বিত করেছেন। তার অসাধারণ জ্ঞান ও অভিজ্ঞতা সে তরুণদের সাথে অন্যভাবেও শেয়ার করতে পারে। আমার মনে হয় না, তার এগুলো শেয়ার করার জন্য মাঠে থাকা লাগবে। ভিন্ন পদ্ধতিতেও সে তরুণদের মাঝে বার্তা ছড়িয়ে দিতে পারে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও