তরুণ উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং-এ দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ
বার্তা২৪
প্রকাশিত: ১৯ মে ২০২০, ১৬:১৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)” স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে ডিজিটাল মার্কেটিং বিষয়ক একটি প্রশিক্ষণ কার্যক্রম আজ মঙ্গলবার, ১৯ মে ২০২০ তারিখ থেকে শুরু করে।
প্রতিদিন ৪ ঘণ্টা করে ৪ দিনব্যাপী এই প্রশিক্ষণটি সহ-আয়োজক হিসেবে “কোডার্সট্রাস্ট বাংলাদেশ” এর একটি দক্ষ টিম অনলাইনের মাধ্যমে পরিচালনা করবে। “স্টার্টআপ বাংলাদেশ- iDEA” প্রকল্পসহ ওমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (উইয়েব), নিবেদিতা, স্টার্টআপ ঢাকা ও স্টার্টআপ চট্টগ্রামের থেকে প্রায় ৮০ জনের বেশি প্রশিক্ষণার্থী এতে অংশ নিচ্ছে যেখানে প্রাধান্য দেওয়া হয়েছে নারী উদ্যোক্তাদের।