কোনো নারী রাজ্য পরিচালনা করছে। একথা মধ্যযুগে যেন ভাবতেই পারত না কেউ। তবে ইতিহাস বলে নারীরা সফলভাবেই শাসন করেছেন তাদের রাজ্য। নারীরা তাদের বুদ্ধিমত্তা, ক্ষমতা আর যোগ্যতা দিয়েই সফলভাবে রাজ্য পরিচালনা করেছেন। ক্লিওপেট্রা ছিলেন নারী শাসকদের মধ্যে সবচেয়ে সফল আর অন্যতম একজন।
জানেন কি? মধ্যযুগে নারী শাসকদের মধ্যে প্রথম মুসলিম নারী শাসক কে ছিলেন? আজকের লেখায় থাকছে এই নারী শাসকের দুঃসাহসিক রাজ্য পরিচালনার কাহিনী নিয়েই। রাজিয়া ছিলেন দিল্লির মামলুক সুলতানিতের প্রথম এবং একমাত্র নারী শাসক। আরবিতে তাকে ডাকা হত রাদিয়া নামে। তিনি ১২৩৬ থেকে ১২৪০ সাল পর্যন্ত প্রায় চার বছর রাজত্ব করেছিলেন। বাবার পরবর্তী উত্তরসূরি হিসেবে সিংহাসনে বসেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.