কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নাঈমের সঙ্গে পালিয়ে যেতে চান মৌসুমী হামিদ!

কিছুক্ষণ পরেই পাত্র পক্ষ আসবে। কিন্তু সেই মুহূর্তে উপস্থিত থাকতে চায় না রঞ্জন। খবর পেয়ে কণা রঞ্জনের ঘরে আসে। বলে, চলো আমরা পালিয়ে যাই। রঞ্জন রাজী হয় না। বরং কণাকে পাগলামি করতে বারণ করে। কণা বলে, বেশ! তবে তুমিও বাড়ির বাইরে যেতে পারবে না। তুমি না থাকলে আমি বিয়ের আসরে ঝামেলা করব। সুতরাং তুমি থাকবে। আমি দেখতে চাই, তোমার চোখের সামনে আমাকে পর হতে দেখলে তোমার কেমন লাগে! দৃশ্যটি দেখা যাবে ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত ‘বিলেটেড লাভ’ নামের নাটকে। এটি রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু। এতে কণা চরিত্র অভিনয় করেছেন মৌসুমী হামিদ, রঞ্জনের চরিত্রে এফ এস নাঈমকে। নাটকের গল্পে দেখা যাবে, একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকে মৌসুমী ও নাঈমদের পরিবার। তাদের দু'জনের বাবা একই অফিসের সহকর্মী ছিলেন। সে হিসেবে ছোটবেলা থেকেই একসঙ্গে বেড়ে উঠে নাঈম-মৌসুমী। দুষ্টুমি খুনসুটিতে ওদের দিন চলে যায়। এক দিন মৌসুমীর বিয়ের প্রস্তাব আসে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন