![](https://media.priyo.com/img/500x/http://thesangbad.net/images/2020/May/19May20/fb_images/sangbad_bangla_1589876245.jpg)
অতিরিক্ত ধূমপান : করোনায় মৃত্যুর হার বেশি ইন্দোনেশিয়ায়
সংবাদ
প্রকাশিত: ১৯ মে ২০২০, ১৪:০৩
করোনাভাইরাস সংক্রমণে এশিয়ায় খারাপ অবস্থায় থাকা অন্যতম দেশ ইন্দোনেশিয়া। ব্যাপক মৃত্যুর হার নিয়ে চিন্তিত চিকিৎসা বিশেষজ্ঞরা এর সঙ্গে পুরনো বিপদ ধূমপানের সম্পর্ক দেখছেন। তারা বলছেন, করোনায় আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষ মারা গেছে । মৃত্যুর হার প্রায় ৬.৬ শতাংশ।