কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডব্লিউএইচও’র নির্দেশনা উপেক্ষা করায় বিশ্ব আজ সংকটে

বার্তা২৪ প্রকাশিত: ১৯ মে ২০২০, ১৩:৪৬

করোনভাইরাস মহামারি চলাকালীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শকে উপেক্ষা করার জন্য কয়েকটি দেশকে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। কিছু দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ উপেক্ষা করায় আজ সারাবিশ্ব সংকটে বলে মন্তব্য করেন গুতেরেস।

‘ঔদ্ধত্য কিংবা অযথা গর্ব’ না করার আহ্বান জানিয়ে আন্তোনিও গুতেরেস বলেন, এই মহামারিটি বিশ্বকে এক হওয়ার আহ্বান জানাচ্ছে। এই সংকটে বিশ্বকে আরও ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এ মহামারিকে ‘বিশ্বকে জেগে ওঠার ডাক’— সম্বোধন করেন তিনি।
ডব্লিউএইচও’র পরামর্শকে উপেক্ষা করেছে সবাই। ভাইরাসটি এখন দরিদ্র দেশগুলোতে ছড়িয়ে পড়েছে। যেখানে এটি আরও মারাত্মক প্রভাব ফেলতে পারে’— বলে সতর্ক করেন তিনি। সোমবার (১৮ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনলাইন বৈঠকে এ মন্তব্য করেন তিনি। এটিই সংস্থাটির প্রথম কোনো অনলাইন বৈঠক।

মহামারি মোকাবিলায় আমরা সংহতির কথা বলেছি কিন্তু বিনিময়ে খুব সামান্য ঐক্য দেখতে পাচ্ছি। কিছু দেশ দ্বন্দ্ব ও সংঘাতমূলক কৌশল অবলম্বন করছে। বিনিময়ে এর মূল্য আমাদের সবাইকে দিতে হচ্ছে। অনেক দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ উপেক্ষা করেছে। ফলস্বরূপ, ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন দক্ষিণের দেশগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। যেখানে আরও মারাত্মক প্রভাব পড়তে পারে।

বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, চীনের প্রেসিডেন্ট সি জিন পিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ভিডিও কনফারেন্সে যোগ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও