টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ভেকু চালক ও এক কিশোরীর প্রেমঘটিত সালিশের ২৫ হাজার টাকা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মাতব্বররা ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে! এ নিয়ে এলাকায় বইছে আলোচনা-সমালোচনার ঝড়।
এলাকাবাসী জানায়, উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আজাহার মিয়ার পুকুর খনন করতে যায় একই উপজেলার আলোকদিয়া গ্রামের জাহিদ হাসান(৩৫)। নিয়মিত পুকুর খননের একপর্যায়ে পাশের বাড়ির এক কিশোরীর সঙ্গে ভেকুচালক জাহিদ হাসানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে গেল ১৩ মে রাতে ওই কিশোরী ও জাহিদ হাসানকে প্রেমলীলায় মত্ত থাকাবস্থায় স্থানীয় যুবকরা তাদের আটক করে।
খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য চান মিয়া প্রেমিক জুটিকে তার হেফাজতে নিয়ে পরদিন বৃহস্পতিবার সকালে সালিশের আয়োজন করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.