কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাল্টা কেজিতে ৭০ টাকা বেশি, কমলার কেজি ৩০০

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ মে ২০২০, ১১:১৮

করোনাভাইরাস প্রকোপের কারণে চাহিদা বাড়া এবং সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বাজারগুলোতে অস্বাভাবিক হারে বেড়েছে ভিটামিন সি-সমৃদ্ধ ফল মাল্টার দাম। তবে পাইকারি ও খুচরা বাজারে ফলটির দামের মধ্যে বিস্তার ফাঁরাক। পাইকারির তুলনায় খুচরা বাজারে মাল্টার কেজি ৭০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে।

মাল্টার পাশাপাশি ভিটামিন সি-সমৃদ্ধ আর আরেক ফল কমলালেবুর দামও অস্বাভবিক হারে বেড়েছে। খুচরা পর্যায়ে বিভিন্ন বাজারে কমলালেবুর কেজি ৩০০ টাকা বিক্রি হচ্ছে। এ ফলটিও পাইকার ও খুচরা দামের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, করোনাভাইরাসের কারণে মাল্টা ও কমলালেবুর চাহিদা বেশ বেড়েছে। কিন্তু আড়তে এই দুটি ফল তেমন পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে তার দাম অনেক বেশি। এ কারণে খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

খুচরা ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার আগে কমলালেবু ১০০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হয়। সেই কমলালেবুর দাম করোনার মধ্যে কয়েক দফা বেড়ে এখন ২৮০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। অর্থাৎ করোনার মধ্যে কমলালেবুর দাম বেড়ে তিনগুণ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও