বাবা হলেন উসাইন বোল্ট

প্রথম আলো প্রকাশিত: ১৯ মে ২০২০, ১০:৫২

উসাইন বোল্টের বাবা হওয়ার খবর নিশ্চিত করে টুইট করেছেন জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস উসাইন বোল্টের উত্তরসূরি কে? প্রশ্নটার উত্তর এখনো পায়নি অ্যাথলেটিকস বিশ্ব। তবে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির মানব নিজের উত্তরাধিকারী পেয়ে গেলেন। অলিম্পিকে ৮টি সোনাজয়ী স্প্রিন্টার প্রথমবারের মতো বাবা হয়েছেন।

গত রোববার বোল্ট ও তাঁর বান্ধবী ক্যাসি বেনেট পৃথিবীতে স্বাগত জানিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তানকে। করোনাভাইরাসের এই সময়ে তাতে ক্যারিবীয় দ্বীপদেশ জ্যামাইকায় খুশির হুল্লোর পড়েছে। দেশটির ইতিহাসে সবচেয়ে বিখ্যাত মানুষ বোল্টের বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস।

গতকাল এক টুইট বার্তায় ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ডের মালিক বোল্টকে অভিনন্দন জানান জ্যামইকান প্রধানমন্ত্রী, 'তাঁদের শিশু কন্যার আবির্ভাব উপলক্ষে আমাদের স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্ট ও কেসি বেনেটকে অভিনন্দন।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও