বাংলাদেশের শিক্ষাব্যবস্থা জোরদার করতে ৪২৮ কোটি টাকা (৪৬.১২ মিলিয়ন ইউরো) দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৯ মে) ঢাকাস্থ ইইউ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শিক্ষা খাতে মূলত জাতীয় সংস্কারের জন্য বাংলাদেশ সরকারকে ৪২৮ কোটি টাকা স্থানান্তর করেছে। এই অনুদানের মাধ্যমে ইইউ স্থায়ী উন্নয়ন লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতিসহ মানব পুঁজি উন্নয়নে, দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে সরকারের প্রতিশ্রুতি স্বীকৃতি ও সমর্থন করে।
বাংলাদেশের বাজেট সমর্থন ‘হিউম্যান ক্যাপিটাল ডেভলপমেন্ট প্রোগ্রাম- ২০২১’ এর আওতায় প্রযুক্তিগত বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের উপর সুনির্দিষ্ট ফোকাস করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি এবং দক্ষতা বিকাশের নীতিমালা অনুসারে ইইউ একটি বিস্তৃত শিক্ষা এবং দক্ষতা বিকাশের পদ্ধতির দিকে বাংলাদেশ সরকারের নিজস্ব সংস্কার এজেন্ডা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জনে অবদান রাখছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.