মহামারি নিয়ন্ত্রণে আসার পর করোনা নিয়ে বৈশ্বিক তদন্তে রাজি চীন

এনটিভি প্রকাশিত: ১৯ মে ২০২০, ০৯:০৫

অবশেষে নভেল করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে বৈশ্বিক তদন্তে রাজি হয়েছে ভাইরাসটির উৎসস্থল চীন। তবে করোনাজনিত বর্তমান বৈশ্বিক মহামারি নিয়ন্ত্রণে আসার পর তদন্তে সহায়তা করবে বলে জানিয়েছে দেশটি। গতকাল সোমবার থেকে জেনেভায় শুরু হওয়া দুদিনব্যাপী ভার্চুয়াল বিশ্ব স্বাস্থ্য সভায় যোগ দিয়ে একথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চাপ বাড়ছিল বেইজিংয়ের ওপর। নভেল করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে যুক্তরাষ্ট্র প্রথমেই সন্দেহের নজর দিয়েছিল চীনের দিকে। এরপর বিশ্বের ১০০টি দেশ চেয়েছে করোনা নিয়ে তদন্ত হোক জাতিসংঘের সাধারণ সভায়। সে চাপের মুখে কার্যত নতি স্বীকার করল চীন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক স্বাস্থ্য সভায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, যখন করোনার প্রাদুর্ভাব শুরু হয়, তখন থেকেই ‘স্বচ্ছ্তা, খোলা মন ও দায়িত্বের’ সঙ্গে এ নিয়ে চীন পদক্ষেপ নিয়েছে। সংবাদমাধ্যম নাইননিউজ এ খবর জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও