নৌঘাঁটিতে হামলায় আল কায়েদার সংশ্লিষ্টতা পেয়েছে যুক্তরাষ্ট্র
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৯ মে ২০২০, ০৪:৪১
গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নৌঘাঁটিতে হামলার ঘটনায় জঙ্গি সংগঠন আল কায়েদার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দেশটির কর্মকর্তারা। সোমবার (১৮ মে) এক সংবাদ সম্মেলনে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই কর্মকর্তারা জানিয়েছেন মোবাইল ফোনের সূত্র ধরে এই প্রমাণ পাওয়া গেছে।
এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে জানিয়েছেন, কয়েক বছরের পরিকল্পনার পর ওই হামলা চালানো হয়। হামলায় অভিযুক্ত সৌদি আরবের বিমান বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ সাইদ আলশামরানি (২১) ২০১৫ সালে উগ্রবাদে জড়িয়ে পড়েন বলে জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।গত বছরের ৬ ডিসেম্বর ফ্লোরিডার পানসাকোলা নৌঘাঁটিতে এক প্রশিক্ষণার্থীর চালানো গুলিতে তিন জন নিহত হয়।