You have reached your daily news limit

Please log in to continue


এবার আফ্রিদির বিরুদ্ধে লেগেছেন যুবরাজ-রায়নাও

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জাতীয়তাবাদ কতটা প্রবল, তা কাম্মীর এবং পাকিস্তান ইস্যুতে বারবারই প্রমাণ হয়ে যায়। এবার আরও একবার নিজেদের সেই কট্টর জাতীতাবাদের প্রমাণ দিচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন বুমবুম অলরাউন্ডারখ্যাত শহিদ আফ্রিদি। সেই বক্তব্যের জের ধরেই পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে সোশ্যাল মিডিয়ায় যেন ছিঁড়ে খেয়ে ফেলবেন ভারতের সাবেক ক্রিকেটাররা। প্রথমে আফ্রিদির কঠোর সমালোচনা করেন গৌতম গম্ভির। আফ্রিদিকে ১৬ বছরের বালক আখ্যা দিয়ে একই সঙ্গে ইমরান খানকেও জোকার বলতে ছাড়েননি গম্ভির। এরপর আফ্রিদিকে একহাত নিতে ছাড়লেন না ভারতের বর্তমান ক্রিকেটার শিখর ধাওয়ান। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, ‘এই মুহূর্তে পুরো পৃথিবী যখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে, তখন তোমার কি না কাশ্মীর নিয়ে চিন্তা। কাশ্মীর আমাদের (ভারত) ছিল, আমাদের আছে এবং আমাদেরই থাকবে। তুমি চাইলে ২২ কোটি নিয়ে আসো। আমাদের একজনই সোয়া লাখের সমান। বাকি হিসেব নিজেই করে নিও।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন