কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দফায় দফায় হতাহতের পর ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি উড়ানো নিষিদ্ধ

সময় টিভি প্রকাশিত: ১৮ মে ২০২০, ২২:১৫

ব্রাহ্মণবাড়িয়া ওভার ব্রিজে ঘুড়ির সুতা গলায় জড়িয়ে বেশ কয়েকজন মোটর সাইকেল আরোহী আহত হবার পর অবশেষে ঘুড়ি উড়ানো নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।  সোমবার (১৮ মে) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান সাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাপকহারে ঘুড়ি উড়ানোর প্রবণতা লক্ষ্য করা গেছে। ফলশ্রুতিতে ছিঁড়ে যাওয়া ঘুড়ির সুতা বিভিন্ন স্থানে পতিত হওয়ার কারণে চলাচলকারী লোকজনের আহত হওয়ার ঘটনা ঘটছে। এছাড়াও আসন্ন ঈদ উপলক্ষে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে বলেও শুনা যাচ্ছে। এই প্রতিযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে। তাই সকল ধরনের ঘুড়ি উড়ানো এবং প্রতিযোগিতা নিষিদ্ধ করা হয়েছে। এদিকে গত ২ মে শহরের ফ্লাই ওভারে ঘুড়ির সুতায় মুখ কেটে আহত হয় শহরের মধ্যপাড়া এলাকার সাহিম (২২) নামে এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সার্জারির মাধ্যমে তার গালে ২১৩টি সেলাই দেয়া হয়। এরপর গত ১১ মে মোরসালিন আহমেদ নামে অপর এক যুবক গলায় ঘুড়ির ধারালো সুতা লেগে গুরুতর আহত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও