ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ মে ২০২০, ২২:০৬
ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। সোমবার (১৮ মে) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঘুড়ির সুতায় দুর্ঘটনাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ার কথা বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। ফলে এখন থেকে জেলার কোথাও ঘুড়ি ওড়ানো কিংবা ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন করা যাবে না।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ঘুড়ি ওড়ানো বেড়ে গেছে। মূলত জনচলাচলের স্থানে অবাধে ঘুড়ি ওড়ানোর কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। পৌরশহরে টি.এ রোডস্থ উড়াল সেতুতে ঘুড়ির সুতায় এক যুবক আহত হলে মুখে শতাধিক সেলাই লাগে। এছাড়া একই স্থানে ঘুড়ির সুতা লেগে আরেক যুবকের গলায় আঘাত লাগে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দুর্ঘটনা
- ঘুড়ি উৎসব
- ব্রাহ্মণবাড়িয়া