রাজপথে ময়ূরের বিরল কাণ্ডে চোখ ছানাবড়া, ভিডিও ভাইরাল

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৮ মে ২০২০, ২১:৪৩

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব থেকে বাঁচতে ঘরবন্দী রয়েছে মানুষ। এ বন্দীই যেন প্রাণীকূলের জন্য আর্শিবাদ স্বরূপ। তাই বিভিন্ন সময় লোকালয়ে প্রাণখুলে চলাফেরা করছে বিরল প্রজাতিসহ অনেক বন্য পশুপাখি। এবার রাজপথে এসে বিরল কাণ্ড ঘটিয়েছে বেশ কয়েকটি ময়ূর।

মোবাইলে ধারণ করা ময়ূরগুলোর কাণ্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ভিডিও দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া হয়ে পড়েছে। চমৎকার বিরল ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন ভারতের বন বিভাগের কর্মকর্তা পরভিন কাসওয়ান। ওই ভিডিওটি একটি গাড়ির ভেতর থেকে রেকর্ড করা হয়েছিল। ভিডিওতে দেখা যায়, ফাঁকা রাস্তায় কোনো যানবাহন নেই। সেই রাস্তায় বেশ কয়েকটি ময়ূর বিচরণ করছে। শুধু বিচরণ নয়, সারি সারি থাকা ময়ূর পেখম মেলে নাচছে। নাচার সঙ্গে কর্কশভাবে শব্দও করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে