এফডিসির প্রবেশমুখে জীবাণুনাশক টানেল স্থাপন
বিএফডিসিতে শিল্পী ও কলাকুশলীদের সুরক্ষা নিশ্চিত করতে এফডিসির প্রবেশমুখে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সোমবার (১৮ মে) দুপুর ২টায় জীবাণুনাশক এ টানেল উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, এফডিসিতে এখন আছেন মসজিদের দুজন হুজুর আর কয়েকজন সিকিউরিটি গার্ড।
এ ছাড়া যারা আসেন, তারা শিল্পী ও কলাকুশলী। কেউ নিম্ন আয়ের মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিতে আসেন, আবার আর্থিক কষ্টে থাকা শিল্পী ও কলাকুশলীরা আসেন সেসব সামগ্রী নিতে। সবার নিরাপত্তার কথা চিন্তা করেই আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে এই টানেল স্থাপন করেছি। যেন সবাই জীবাণুমুক্ত হয়ে এফডিসিতে প্রবেশ ও বের হতে পারেন। সম্পর্কিত খবর করোনার সংক্রমণ ঠেকাতে জীবাণুনাশক টানেল বসছে থানার গেটেবেতন না পেয়ে বিপাকে এফডিসির কর্মকর্তা-কর্মচারীরামিরপুরে ‘জীবাণু নাশক টানেল’ জায়েদ খান আরও বলেন, এফডিসিতে যারা ত্রাণসামগ্রী নিয়ে আসেন, তারা যথেষ্ট সুরক্ষিত। তবে আমাদের মাঝে যারা নিম্ন আয়ের মানুষ আছেন, তারা আসেন এসব সংগ্রহ করতে।