কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


৬০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ গ্রেপ্তার ২

খুলনায় প্রায় ৬০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। সোমবার দুপুরে র‌্যাব-৬ এর লিগ্যাল ও মিডিয়া অফিসার এএসপি মো. মাহবুব-উল-আলম এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার বটিয়াঘাটা উপজেলার হাটবাটি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. আব্দুর রহমান (৩০) ও একই এলাকার কালাচাঁদ বছারের ছেলে ওমালিন্দ বাছাড় (৩৫)। র‌্যাব কর্মকতা মাহবুব উল আলম বলেন, রোববার রাতে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার হাটবাটি গ্রামে জনৈক সৈয়দ মোল্লা বাড়ির দক্ষিণ পাশে অভিযান চালায়। এ সময় মূল্যবান কষ্টিপাথর পাচারের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৬০ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথর উদ্ধার করা হয়। এ চক্রটি পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে কথিত কষ্টি পাথর নিজ হেফাজতে রেখেছিল বলে তিনি জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন