You have reached your daily news limit

Please log in to continue


শেষ কিস্তির ১০০০ কোটি টাকা চলতি মাসেই দেবে গ্রামীণফোন

প্রিম কার্টের আপিল বিভাগের রিভিউ পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে অডিট নিষ্পত্তির চূড়ান্ত ফলাফলের সঙ্গে সমন্বয়যোগ্য শেষ কিস্তির ১ হাজার কোটি টাকা আগামী ৩১ মের মধ্যে বিটিআরসিতে জমা দেবে গ্রামীণফোন। এর আগে গত ২৩ ফেব্রয়ারি ১ হাজার কোটি টাকা দিয়েছে দেশের বৃহত্তম মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটি। আজ সোমবার গ্রামীণফোনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গ্রামীণফোন বিটিআরসির অডিট আপত্তি ও পাওনা দাবি একটি বিরোধপূর্ণ বিষয়। একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আদালতের বাইরে অথবা আদালতে গ্রামীণফোন এই বিরোধের নিষ্পত্তি করতে আগ্রহী। এই সমন্বয়যোগ্য অবশিষ্ট অর্থ জমা দিয়ে গ্রামীফোন রিভিউ পিটিশনের সম্পর্কিত আদালতের আদেশের ওপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করছে। গ্রামীণফোন সাম্প্রতিক সময়ে বিটিআরসির সহযোগিতামূলক কার্যক্রমকে সাধুবাদ জানায় এবং একই সঙ্গে ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পূর্ণ স্বাভাবিক করতে বিটিআরসির কাছ থেকে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন