You have reached your daily news limit

Please log in to continue


আলাদিনের চেরাগের দৈত্যের কাছে মাশরাফীর তিন ইচ্ছা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা সফল অধিনায়ক তো বটে এখন সফল এমপিও। তার জীবনে কোন আফসোস নেই। যা তিনি প্রায়ই বলেন। কী পেয়েছেন বা কী পাননি, তা নিয়ে তার চিন্তাও নেই। তবে আলাদিনের চেরাগ পেলে তা দিয়ে তিনি তিনটা ইচ্ছা পূরণের কথা জানালেন। বাস্তবজীবনে আলাদিনের চেরাগের অস্তিত্ব না থাকলেও আরব্য রজনী অন্যতম জনপ্রিয় গল্প আলাদিন। যেখানে চেরাগ থেকে বেরিয়ে আসা দৈত্য পূরণ করেন তিনটি ইচ্ছা। তেমনই এক চেরাগ যদি পেয়ে যান মাশরাফী? রোববার রাতে তার ব্রেসলেট নিলামের লাইভে তোলা হয় এ প্রসঙ্গ। জিজ্ঞেস করা হয়, হুট করে যদি আলাদিনের দৈত্য আসে, আপনি কোন তিনটা জিনিস চাইবেন? খানিক ভেবে মাশরাফীর উত্তর, ‘প্রথমত, প্রত্যেকটা মানুষ যেটা চায়। শৈশবে ফিরে যেতে চাইব। আমি আমার স্কুল জীবনে ফিরে যেতে চাইব, আমার স্কুলের বন্ধুরা, সেই সময়টা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন