You have reached your daily news limit

Please log in to continue


নিজস্ব চ্যানেল নিয়ে আসছেন নির্মাতা মাসুদ সেজান

দর্শকনন্দিত নির্মাতা মাসুদ সেজান ঈদ উপলক্ষে তার নিজস্ব কয়েকটি ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হচ্ছেন। পার্বণ টিভি ফিকশন, পার্বণ টিভি মিউজিক, পার্বণ টিভি রিসাইটেশন ও পার্বণ টিভি প্লাস নামে এই চ্যানেলগুলো ঈদ আয়োজন দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে। ফিকশন চ্যানেলে ঈদের দিন থেকে ১০ পর্বের ওয়েব সিরিজ প্রচারিত হবে। এটি প্রতিদিন রাত ১০টায় দেখা যাবে। ১০ দিনে ১০টি গান দিয়ে সাজানো হয়েছে মিউজিক চ্যানেল। ঈদের দিন থেকে প্রতিদিন রাত ৯টায় গানগুলো প্রচারিত হবে। ১০ দিনে ১০টি আবৃত্তি শোনা যাবে রিসাইটেশন চ্যানেলে, প্রতিদিন রাত ৮টায় এবং পার্বণ প্লাস টিভিতে রাত ১১টায় দেখা যাবে বিনোদনধর্মী নানা আয়োজন। এ বিষয়ে নির্মাতা মাসুদ সেজান বলেন, অনলাইনে পার্বণ টিভি নামে বিনোদনভিত্তিক কয়েকটি চ্যানেল নিয়ে আসছি, এই ঘোষণা দিয়েছিলাম ৫ জানুয়ারি। প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করে এখন দর্শকের সামনে হাজির হব। মাসুদ সেজান বলেন, করোনা সংকটের এই দুঃসময়ে একজন সংস্কৃতিকর্মী হিসেবে আমার ও কিছু দায় আছে। যারা আমার কাজ পছন্দ করেন, তাদের জন্য ঈদের দিন থেকেই ইউটিউব, পার্বণ টিভি ফেসবুক পেজ ও আমার অফিশিয়াল ভেরিফায়েড পেজে করোনাকালের আগে ধারণকৃত কিছু কনটেন্ট আপ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাজ দেখে যদি কিছু মানুষও বিনোদিত হন, মন খারাপের এই সময়ে তাদের মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে, আমি নিজেকে ধন্য মনে করব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন