প্রধানমন্ত্রী ইয়াসিনের বিষয়ে মাহাথিরের প্রস্তাবিত অনাস্থা ভোটে রাজার অসম্মতি
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১৮ মে ২০২০, ১৪:৫৪
মালয়েশিয়ার রাজা বলেছেন, তিনি নিজে দায়িত্ব নিয়ে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন। করোনাভাইরাসের এমন দুর্যোগে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি না করতে তিনি সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের ক্ষমতাগ্রহণের পর এই প্রথমবারের মতো সংসদে বক্তব্য দিয়েছেন দেশটির রাজা।
নতুন প্রধানমন্ত্রীর পক্ষে প্রয়োজনীয় সংখ্যক সংসদ সদস্যের সমর্থন নেই এই যুক্তিতে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের আহ্বান জানিয়েছিলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে খ্যাত তুন ডা. মাহাথির মোহাম্মদ। তাতে স্পিকার রাজিও ছিলেন। কিন্তু সোমবার দেওয়া রাজার বক্তব্যের পর মাহাথিরের সেই ভোটের বিষয়টি প্রকারান্তরে নাকচই করা হয়েছে।