করোনার উৎপত্তি নিয়ে ৬২ দেশের তদন্তের উদ্যোগ, চীনের তীব্র প্রতিবাদ
নভেল করোনাভাইরাসে উৎপত্তিস্থল, বিস্তার কীভাবে ঘটলো, এযাবত গৃহীত পদক্ষেগুলো ঠিক ছিল কিনা- এ নিয়ে স্বাধীন তদন্তের উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ৬২টি দেশের প্রতিনিধি থাকবেন এ তদন্ত দলে।
এদিকে আজ সোমবার থেকে শুরু হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই দিনের ভার্চুয়াল সম্মেলন। ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির বৈঠকের আগেই এমন উদ্যোগের ঘোষণা দিল অস্ট্রেলিয়া।
এ নিয়ে একটি খসড়া প্রস্তাবও তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনাভাইরাসের সঙ্কট নিয়ে নিরপেক্ষ, স্বাধীন এবং সবিস্তার তদন্ত হওয়া প্রয়োজন। প্রয়োজনে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করণীয় ঠিক করার আহ্বানও জানানো হয়েছে এ প্রস্তাবে। শুধু তাই নয়, এই ভাইরাসের সংক্রমণ বিস্তার ঠেকাতে কতটা নিরপক্ষ পদক্ষেপ নেয়া হয়েছিল তা নিয়েও তদন্ত করার প্রস্তাব দেয়া হয়েছে ওই খসড়ায়।চীন এ উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে।