ভার্চুয়াল আদালতকে সাধুবাদ কুমিল্লার আইনজীবীদের
করোনা মহামারীতে ভার্চুয়াল আদালত পরিচালনাকে সাধুবাদ জানিয়েছেন কুমিল্লার আইনজীবী ও বিচারপ্রার্থীরা। তারা বলছেন, সীমিত পরিসরে হলেও আইনি অধিকার লাভের পথ খুলেছে। অনলাইন আদালত পরিচালনার সীমাবদ্ধতা দূর করা গেলে এ পদ্ধতির শতভাগ সুফল মিলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ভার্চুয়াল আদালত চালুর পর প্রথম কোনো মামলার জামিন পাওয়ার ঘটনা ঘটেছে কুমিল্লার আদালতে।
এ মামলার আইনজীবী জানান, প্রথমে বিষয়টি জটিল মনে হলেও এখন মনে হচ্ছে এটি যুগোপযোগী সিদ্ধান্ত। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন বলেন, 'ভার্চুয়াল আদালতের যে কার্যক্রম, নিয়ম তা অত্যন্ত সহজ। প্রযুক্তির এমন একটি সিদ্ধান্ত সরকারের যুগান্তকারী একটি পদক্ষেপ।' করোনা মহামারীর মধ্যে আদালত থেকে প্রতিকার পেয়ে খুশি বিচারপ্রার্থী ও মানবাধিকার কর্মীরা।
ব্লাস্টের সভাপতি সৈয়দ নুরুল রহমান বলেন, 'ভার্চুয়াল আদালতের কারণে মানুষের বিচার সুবিধা পাওয়ার একটি জায়গা হয়েছে।' কিছু আইনজীবী অনলাইন আদালতের বিপক্ষে যুক্তি দিলেও তার সঙ্গে একমত নন বার সভাপতি। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফেরদৌস বলেন, 'সরকারের উচিত প্রশিক্ষণের ব্যবস্থা করা।'