পিপিই ছাড়াই এই চেম্বারে বসে রোগী দেখতে পারবেন চিকিৎসকেরা

প্রথম আলো প্রকাশিত: ১৮ মে ২০২০, ১৩:০৩

করোনাভাইরাসে চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ে সেবাদানকারী স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চিকিৎসক ও সেবাকর্মীরা যাতে নিরাপদ অবস্থানে থেকে সেবা দিতে পারেন, সে জন্য ‘নির্ণায়ক আইসোলেশন চেম্বার ফর ডক্টরস’ নামে একটি সুরক্ষিত চেম্বার তৈরি করা হয়েছে। চেম্বারের ভেতর বসে চিকিৎসক বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী রোগীর প্রাথমিক পরীক্ষার কাজটি করতে পারবেন। এ ক্ষেত্রে অন্যান্য চেম্বারের চেয়ে এ চেম্বারের বিশেষত্ব হচ্ছে, এ চেম্বারে বিশেষ সুরক্ষিত পোশাক বা পিপিই না পরে সাধারণ পোশাকেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেবা দিতে পারবেন। এতে রোগীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি থাকলেও চিকিৎসকের সংক্রমিত হওয়ার সুযোগ নেই।

বিশেষজ্ঞদের পরামর্শে ফেসবুক গ্রুপ ‘টিম এসওএস’–এর সদস্যদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই আইসোলেশন চেম্বারের নকশা করেছে ‘ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড’ নামে স্থাপত্য প্রতিষ্ঠান। হাসপাতাল, কারখানা, স্বাস্থ্যকেন্দ্রের প্রবেশপথে এই বুথের সাহায্যে রোগী পৃথককরণের মাধ্যমে ‘সংক্রমণমুক্ত চিকিৎসা ব্যবস্থাপনা’ নিশ্চিত করা যাবে।

গতকাল রোববার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ‘নির্ণায়ক আইসোলেশন চেম্বার ফর ডক্টরস বুথ’–এর একটি নমুনা কপি বিনা মূল্যে হস্তান্তর করা–বিষয়ক একটি চিঠি পাঠিয়েছেন ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেডের স্থপতি ও ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হাবিব। নতুন নকশায় বানানো চেম্বারটি উন্মুক্ত জায়গায় ব্যবহার করা যাবে, একইভাবে ‘বৃষ্টি ছাদ’ সরিয়ে ঘরের ভেতরে ব্যবহারের উপযোগী করা যাবে। ঘরের শীতাতপনিয়ন্ত্রণব্যবস্থার সঙ্গেও যুক্ত করা সম্ভব হবে এই চেম্বারকে। নিরাপদ দূরত্ব বজায় রেখেই হাসপাতালের বহির্বিভাগের সাধারণ রোগীদের পরামর্শ দেওয়ার জন্যও এটি ব্যবহার করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও