‘অরু আদার লাভ’ ছবিতে দুর্দান্ত ভঙ্গিমায় চোখ মেরে আলোচনার শীর্ষে চলে আসেন মালয়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে সরে গিয়ে নিজের ৭২ লাখ ভক্ত-অনুসারীকে চমকে দিয়েছেন তিনি।
পত্রপত্রিকার খবর অনুযায়ী, ছবি ও ভিডিও শেয়ারিংয়ের এই প্ল্যাটফর্ম থেকে তাঁর সরে যাওয়ার কারণ এখনো স্পষ্ট নয়। কিন্তু এটি জনসাধারণের মনোযোগ আকর্ষণের এক প্রকার কৌশলও হতে পারে। কেননা, অনেক অভিনেতা-অভিনেত্রী বড় কোনো প্রকল্প ঘোষণা দেওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পোস্টগুলো সরিয়ে নেন এবং সেখান থেকে সরে যান।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, প্রিয়া প্রকাশের ফেসবুক ও টিকটক আইডি এখনো সক্রিয় রয়েছে। পত্রপত্রিকার খবর অনুযায়ী, ২০১৮ সালে ইনস্টাগ্রামে করা প্রতিটি প্রচারণামূলক পোস্টের জন্য আট লাখ রুপি আয় করেছেন তিনি। ইনস্টাগ্রামে একদিনে সর্বোচ্চ অনুসারী পাওয়ার দিক দিয়ে তিনি বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও মার্কিন টেলিভিশন তারকা কাইলি জেনারকেও পেছনে ফেলার রেকর্ড গড়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.