চিরায়ত বাংলার গ্রীষ্মের ছড়া
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ মে ২০২০, ১১:৪০
গ্রীষ্ম এলেআম পাকে জাম পাকেপাকে সোনা ধানসোনা ধানে মধুর ঘ্রাণকৃষক জুড়ায় প্রাণ।কাঁঠাল পাকে লিচু পাকেপাকে নানা ফলবাঙ্গি পেকে ফাটল ধরেতরমুজেতে জল।গাছ জুড়ে জামরুলপেকে হয় সাদাআনারস ভারি হয়েছুঁয়ে যায় কাদা। ফলের ঋতু গ্রীষ্মকালে বাংলায় আসেআমের সাথে জামধানের গন্ধে মাঠ প্রান্তরকৃষক ঝরায় ঘাম।
- ট্যাগ:
- সাহিত্য
- কবিতা
- গ্রীষ্মকাল
- ছড়া