মেগা প্রকল্পগুলোর কাজ পুরোদমে শুরু করার পরিকল্পনা চলছে

সময় টিভি প্রকাশিত: ১৮ মে ২০২০, ১০:৩৯

করোনাভাইরাসের প্রভাবে থমকে থাকা দেশের মেগা প্রকল্পগুলোর কাজ আবারও পুরোদমে শুরু করার পরিকল্পনা চলছে।

সরকারের ১০ মেগা প্রকল্পের মধ্যে ৫টির কাজ বর্তমানে পুরো বন্ধ আছে। সেগুলোর কাজ শুরুর তাগিদ দেয়া হয়েছে। তবে, অর্থনীতিবিদরা মনে করছেন, এসময় মেগা প্রকল্পে বরাদ্দ কমিয়ে সেগুলো করোনা পরবর্তী সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে ব্যয় করলে সরকার লাভবান হবে।

ঘরবন্ধি মানুষ, বাইরের দুনিয়ার সাথে আঁড়ি। ন্যানোমিটার ব্যাসার্ধের মিনি ভাইরাসের কাছে নত দেশের সব মেগা প্রজেক্ট। দিনরাত যন্ত্রের বিকট শব্দ নেই, চারদিকে সুনসান নিরবতা। ঢাকার রাজপথে চলতে গেলে চেনা সেই কর্মযজ্ঞ নেই। দেশের চলমান ১০টি মেগাপ্রকল্পের ৫টিরই কাজ এখন পুরো বন্ধ আছে, বাকী ৫টির কাজও চলছে সীমিত পরিসরে। এসব কাজের প্রকৌশলী, পরামর্শক এবং মালামাল-তিনটি বিষয়েই নির্ভর করতে হয় বিদেশের ওপর। তাদের অনেকে চলে গেছেন। করোনার প্রাদুর্ভাব শুরুর পর গ্রামের বাড়ি চলে গেছেন বেশিরভাগ দেশি শ্রমিক। ২৪ ঘণ্টা আবাসিক সুবিধা দিয়ে কাজ চলছে কোথাও কোথাও। কাজ পিছিয়ে গেলেও শিগগিরই পুরোদমে শুরুর কথা বলছেন প্রকল্প পরিচালকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও