কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ত্রাণ তহবিলে শুভর নতুন অ্যালবাম

প্রথম আলো প্রকাশিত: ১৮ মে ২০২০, ১০:০০

করোনার ত্রাণ তহবিলের জন্য নিজের নতুন অ্যালবাম তুলে দিয়েছেন ডিরকস্টার শুভ। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’-এ আজ গাইবেন এই তরুণ গায়ক। সম্প্রতি শেষ করা নতুন সেই অ্যালবামের একটি অপ্রকাশিত গানও শোনাবেন তিনি। আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক পেজে দেখা যাবে অনুষ্ঠানটি।

করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছে মানুষ। তাদের বিষণ্নতা দূর করতে পারে কিছু ভালো গান। এ উদ্দেশ্যে প্রথম আলো আয়োজন করেছে বিশেষ গানের অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন ভালো করে দিচ্ছেন বাংলাদেশের সংগীতাঙ্গনের শিল্পীরা। শুভ আজ শোনাবেন তাঁর নিজের চারটি গান।

এগুলোর মধ্যে থাকবে ‘বাসায় পৌঁছে একটা মেসেজ দিয়ো’, ‘হায় আমার প্রেম’, ‘আমি কাউকে বলিনি’ ও ‘একটি মানুষের মনে’। এ অনুষ্ঠানে শুভর একটি গানের সঙ্গে গিটার বাজাতে দেখা যাবে আর্টসেলের গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদকে। এ ছাড়া নিজের স্টুডিওতে বসে নানা রকম যন্ত্রের সমন্বয়ে গান শোনাবেন শুভ। গানের পাশাপাশি করোনায় সচেতনতার বার্তাও দেবেন এই শিল্পী।  ‘বাসায় পৌঁছে একটা মেসেজ দিয়ো’ গানটি নতুন। এর কথা লিখেছেন তুষার হাসান, সুর ও সংগীতায়োজন করেছেন শুভ নিজেই। ‘হায় আমার প্রেম’ শুভর জীবনের প্রথম ব্যান্ডের গান এবং প্রথম রেকর্ড করা গান। ‘আমি কাউকে বলিনি’ শাওন গানওয়ালার কথা ও সাহান কবন্ধর সুরে, আর ‘একটি মানুষের মনে’ ছিল শিল্পীর প্রথম অ্যালবামের গান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও