ভাবছি সেই ৮০টি সিম নিলামে তুলব : নাসির
অভিষেকের অল্প কিছুদিনের মধ্যেই ‘মি. ফিনিশার’ তকমা পেয়ে গেছিলেন বাংলাদেশ জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন। আবার সেই তকমা হারিয়ে ফেলতেও খুব একটা সময় লাগেনি নাসিরের। মোটামুটি ২০১৬ সালের পর থেকেই জাতীয় দলে অনিয়মিত তিনি। তবে এটি যেকোন খেলোয়াড়ের জন্যই স্বাভাবিক। ফর্মের পরতি আসবে, খারাপ সময় যাবে, সেগুলোর সঙ্গে লড়াই করে আবার ফিরবেন নিজের ক্রিকেটে। কিন্তু নাসিরের ক্ষেত্রে এ জিনিসটাকে নেয়া হয়েছে ভিন্নভাবে।
তার খেলোয়াড়ি জীবনের ব্যর্থতার সঙ্গে ব্যক্তিগত জীবনের এক গুজব ছড়িয়ে দেয়া হয়েছিল বাজেভাবে। ২০১৬ সালের দিকে যখন জাতীয় দল থেকে যখন বাদ পড়লেন, তখন গুজব ছড়িয়ে যায়, নাসির হোসেনের জীবনে কোন শৃঙ্খলা নেই। তারকাখ্যাতি তাকে পেয়ে বসেছে। ব্যক্তিগত ১২টি মোবাইল ফোন এবং ৮০টি সিম ব্যবহার করেন তরুণ তারকা ক্রিকেটার। বাস্তবিক দৃষ্টিতে একজনের পক্ষে ১২টি মোবাইল কিংবা ৮০টি সিম ব্যবহার করা অসম্ভবের পর্যায়েই পড়ে। কিন্তু এ গুজবটি বেশ ছড়িয়ে পড়ে তখন এবং যারা তেমন একটা খোঁজখবর রাখেন না ক্রিকেটের, তাদের কাছে হয়ে ওঠে মুখরোচক আলোচনার বিষয়।
এটি নিয়ে গত চার বছরে তেমন একটা কথা বলেননি নাসির। তবে এবার করোনাভাইরাসের লকডাউনে বসে মজার সুরেই জানালেন, সেই ৮০টি সিম নিলামে তুলতে চান তিনি।