মাদক আত্মসাতের অভিযোগে ভৈরব থানার এসআই ক্লোজড

ঢাকা টাইমস প্রকাশিত: ১৭ মে ২০২০, ২৩:২৩

মাদক আত্মসাৎ ও গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগে কিশোরগঞ্জের ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিনকে ক্লোজড করে কিশোরগঞ্জ পুলিশ লাইনে নেওয়া হয়েছে। শনিবার জেলা পুলিশ সুপার তাকে ক্লোজড করার নির্দেশ দিলে রবিবার সকালে তাকে ভৈরব থানা থেকে রিলিজ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত চার দিন আগে এসআই মহসিন শহরের নদীর পার এলাকায় এক মাদককারবারিকে আটক করে ছয় কেজি গাঁজা উদ্ধার করার পর তা আত্মসাৎ করে।

এরপর ওই মাদককারবারিকে ছেড়ে দেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া গত ১৫ মার্চ আফজাল হোসেন নামে এক যুবককে আটক করার পর তাকে খুনের মামলার আসামি করা হবে বলে ভয় দেখিয়ে তার বাবার কাছ থেকে ১৩০০০ টাকা আদায় করেন তিনি। গত জানুয়ারি মাসে শহরের আমলাপাড়া এলাকার জুয়েল নামে অপর এক যুবককে আটক করে ৩৮০০০ টাকা গ্রেপ্তার বাণিজ্য করেন তিনি। এর আগে শহরের নিউটাউন এলাকার যুবক কবিরকে নারীসংক্রান্ত বিষয়ে আটক করে দেড় লাখ টাকা ঘুষ আদায় করেন এই এসআই।

এ বিষয়টি জানাজানি হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চাপে তিনি ওই যুবককে ৯০০০০ টাকা ফেরত দেন। জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, এর আগে এসআই মহসিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়ে এসব ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছি। করোনার কারণে তদন্ত কাজ বিলম্ব হচ্ছে। এরই মধ্যে তার বিরুদ্ধে আবার গাঁজা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তাই আপাতত তাকে জেলা পুলিশলাইনে ক্লোজড করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে পাওয়া সব অভিযোগ তদন্তের পর প্রমাণ হলে অফিসিয়াল বিধি অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও