![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/05/17/542f78aec01a971fd9fcf49f77c9d72d-5ec168139573e.jpg?jadewits_media_id=669599)
যানজট-জনসমাগম এড়াতে আটকে দেওয়া হচ্ছে পাটুরিয়া ঘাটমুখী যান
জনসমাগম ও যানজট এড়াতে পাটুরিয়া ফেরি ঘাটমুখী যানবাহন ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় আটকে দেওয়া হচ্ছে; যা ঘাট থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যান চলাচল অব্যাহত রয়েছে। এই অবস্থায় পায়ে হেঁটে, মোটরসাইকেলে বা অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন অনেকেই। এ ক্ষেত্রে যাত্রীদের ভাড়া গুনতে হচ্ছে স্বাভাবিকের তুলনায় ৮-১০ গুন বেশি। সরেজমিনে ঘুরে এই অবস্থা পরিলক্ষিত হয়।নোভেল করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সারাদেশের মতো ঢাকা-আরিচা মহাসড়কেও বন্ধ রয়েছে গণপরিবহন।
তবুও প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ নানা মাধ্যম ব্যবহার করে কৌশলে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উৎসবে যোগ দিতে বাড়ি যাচ্ছে মানুষ। এদের ঠেকাতে মহাসড়কে এবার কঠোর অবস্থানে জেলা পুলিশ।মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, মানিকগঞ্জে লকডাউন শতভাগ কার্যকর করতে অন্য জেলার কাউকে এ জেলায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি এক উপজেলার লোক অন্য উপজেলায় যাতায়াতেও কড়া বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
এ লক্ষ্যে তারা পাটুরিয়া ফেরিঘাটের প্রায় ৩৩ কিলোমিটার আগে মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড থেকে যানবাহন আটকে দিচ্ছে।রবিবার সকাল সোয়া ১১টার দিকে সরেজমিনে মহাসড়কের গোলড়া এলাকায় গিয়ে দেখা গেছে, যানবাহনের দীর্ঘ সারি। পাটুরিয়া ঘাটমুখী বিনা কারণে আসা যাত্রীবাহী ব্যক্তিগত প্রাইভেটকার-মাইক্রোবাসসহ ছোট পরিবহনগুলোকে বিপরীত দিকে ফেরত পাঠানো হচ্ছে।এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্বে) জিল্লুর রহমান জানান, তাদের কাছে মন্ত্রণালয়ের নির্দেশনা আছে, কোনও যাত্রীবাহী বাস পারাপার করা যাবে না।