![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_229982_1.jpg)
রাঙ্গামাটিতে বুনো হাতির আক্রমণে নারীর মৃত্যু
বণিক বার্তা
প্রকাশিত: ১৭ মে ২০২০, ২২:০৩
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় বুনো হাতির আক্রমণে উনু মারমা (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ডংনালা এলাকায় এ ঘটনা থেকে। মৃত উনু মারমা রাইখালী ডংনালা মারমা পাড়ার মংথোয়াই মারমার স্ত্রী।