'বাহুবলী' সাজে ওয়ার্নারের নতুন ভিডিও ঝড়ের বেগে ভাইরাল(ভিডিও)
নয়া দিগন্ত
প্রকাশিত: ১৭ মে ২০২০, ২০:০৭
করোনাভাইরাসের কারণে লকডাউন জীবনে অনেকেই হয়তো হাঁপিয়ে উঠেছেন আবার অনেকেই হয়তো কি করবেন ভেবে পাচ্ছেন না! সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ক্রিকেটাররা বরং বলা ভালো ক্রীড়াবিদরা। খেলা ভুলে তাই আপাতত এই অবসর সময়টুকু নিজেদের মতো করেই কাটানোর চেষ্টা করছেন তারা।
সব ঠিকঠাক চললে এখন হয়তো আইপিএলে মেতে উঠতেন ডেভিড ওয়ার্নার। তবে এই লকডাউনের বাজারে বেশ মেজাজেই আছেন অজি ওপেনার। বলিউডি আইটেম সং থেকে তামিল সং সবেতেই নেচে মাত করে দিচ্ছেন।..