ঠাকুরগাঁওয়ে মরিচের বাম্পার ফলন; কৃষকের মুখে হাসি
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১৭ মে ২০২০, ২০:৪৯
দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। অনুক‚ল আবহাওয়ায় এখানে সব ধরনের ফসলই ফলে বেশ ভালো। ঠাকুরগাঁওয়ের আবহাওয়া অনুকূল থাকায় মরিচের বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে প্রশান্তির হাসি।
ফলন ভালো হওয়ায় এবং বাড়তি মুনাফার আশায় কৃষকরা প্রচন্ড রোদে সকাল থেকে সারাদিন মরিচ তোলা থেকে শুকানো পর্যন্ত পার করছেন এক ব্যস্ত সময়। খেলার মাঠে, পাকা রাস্তায়, মিলের চাতালে, বাড়ির আঙ্গিনায় ও বিভিন্ন স্থানে মরিচ শুকাতে ব্যস্ত রয়েছেন কৃষক পরিবারের সবাই।
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ির মরিচ চাষী আলিমউদ্দিন জানান, আবহাওয়া ভালো থাকায় ব্যাপকভাবে মরিচের ফলন হয়েছে। তাই আমরা করোনা উপেক্ষা করেই সারাদিন মরিচ ক্ষেতে পাকা মরিচ তোলার কাজ করি। এবারে আমাদের কম খরচে বেশি ফলন হয়েছে। তাই লাভটা এবারে একটু বেশি হবে বলে আমরা আশা করছি।