'ভাবি ডাকা বন্ধ করুন', অপূর্বের সঙ্গে বিচ্ছেদের পর অদিতি
ছোটপর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির ৯ বছরের সংসারের ইতি ঘটেছে। নাজিয়া নিজেই সংবাদমাধ্যমকে তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও অপূর্বর পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রোববার (১৭ মে) সন্ধ্যায় সংসার ভাঙার খবর নিশ্চিত করেছেন নাজিয়া হাসান অদিতি। এছাড়া নিজের ফেসবুকেও বিষয়টি জানান দিয়েছেন তিনি। রিলেশনশিপ স্ট্যাটাসেও ‘ডিভোর্সড’ উল্লেখ করেছেন। এমনকি একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমাকে ‘ভাবী’ ডাকা বন্ধ করুন সবাই! কবে, কি কারণে ডিভোর্স হয়েছে বিস্তারিত না বললেও মুঠোফোনে অদিতি জানান, অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে, এটা সত্য। তিনি বলেন, আমাকে ফোন দেয়া থেকে আপনারা বিরত থাকুন। এদিকে একাধিকবার অপূর্বের ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। আয়াশ নামে তাদের এক পুত্র সন্তান রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.