কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দায়িত্ব নিয়েই দুর্নীতির দায়ে দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৭ মে ২০২০, ১৯:৫৭

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রভাবশালী দুই শীর্ষ কর্মকর্তাকে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত করা হয়েছে। দায়িত্বগ্রহণের পরে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান ঘোষণা দিয়ে এমন ব্যবস্থা নিলেন নতুন মেয়র‌‌ ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস। রোববার ডিএসসিসিতে অফিসের প্রথম দিনেই এমন ব্যবস্থা নিলেন তিনি।

চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন- ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। এ দুজনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান চাকরিচ্যুতের বিষয় শিকার করে বলেন, আজকে অফিসে যাওয়ার পর অফিসিয়ালি আমাকে বলা হয়েছে। এর বেশি কিছু জানাতে চাননি তিনি।

তবে ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান বলেন, ওনাদের দুজনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি কর্পোরেশন আইন মোতাবেক কর্পোরেশন যদি মনে করে কাউকে চাকরি থেকে বাদ দেয়া দরকার, সেক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও