কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘আক্রান্ত হলেও নারায়ণগঞ্জে গার্মেন্টসগুলো শাটডাউন হবে না’

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৭ মে ২০২০, ১৯:২৯

‘নারায়ণগঞ্জে ইতোমধ্যে ১০ জন বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের ঘটনায় কোনো গার্মেন্টস শাটডাউন করা হবে না। তবে আক্রান্ত শ্রমিকদের আইসোলেশনের ব্যবস্থা করা হবে।’

রোববার (১৭ মে) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। ইতোমধ্যে জেলার বিসিকসহ বিভিন্ন স্থানে শিল্প কারখানায় কর্মরত ১০ জন শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

তিনি জানান, ‘আক্রান্ত হবে আবার সুস্থ হবে। আক্রান্তদের নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে শিল্প প্রতিষ্ঠানগুলো চলবে। আক্রান্ত ব্যক্তিদের কারণে কোনো গার্মেন্টস বা শিল্প প্রতিষ্ঠান শাটডাউন করা হবেনা। তবে আক্রান্ত শ্রমিকদের যথাযথ নিয়মে আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। তারা সুস্থ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিবেন।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে শ্রমিকদের করোনা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আক্রান্ত নিশ্চিত হলে তাদের আইসোলেশন নিশ্চিত করা হচ্ছে বলে জানান ডা. ইমতিয়াজ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও