গরমে প্রাণ জুড়াতে তেঁতুলের শরবত
বার্তা২৪
প্রকাশিত: ১৭ মে ২০২০, ১৫:৩৬
উষ্ণ আবহাওয়ায় ঠান্ডা ও টক স্বাদের পানীয় অতুলনীয়। বিশেষ করে এই গরম আবহাওয়ার মাঝে সারাদিনের রোজা শেষে এক গ্লাস শীতল তেঁতুলের শরবত যেন প্রশান্তির অপর নাম হয়ে ওঠে। এমন দিনের জন্যেই এক গ্লাস তেঁতুলের শরবত প্রয়োজন হয় ইফতারে। দেখে নিন তেঁতুলের শরবত তৈরির ভিন্ন এক রেসিপি।
- ট্যাগ:
- লাইফ
- রেসিপি
- সরবত রেসিপি
- শরবত